Chattogram24

Edit Template
Search
Close this search box.
শনিবার, ২রা মার্চ ২০২৪

চশমা /পত্র

Author picture
স্টাফ রিপোর্টার

লিখেছেন- জয়ন্ত চৌধুরী:

একটি গ্রামে একজন মাস্টার মশাই বাস করতো। মাস্টার মশাই গ্রামের বেশির ভাগ লোককে শিক্ষত করে তুললো কিন্তু বিধিবাম সেই গ্রামে ৩ জন অন্ধ লোক বসবাস করতো। দৃষ্টিশক্তি না থাকায় তারা শিক্ষা গ্রহণ করতে পারেনি। মাস্টার মশাই চিন্তা করলো- গ্রামের সবাই শিক্ষিত ৩ অন্ধকে যেকোনো পদ্ধতিতে শিক্ষিত করতে হবে। তিনি একদিন সকালে তাদের বাড়িতে গেলো এবং তাদেরকে শিক্ষা গ্রহণ করতে উৎসাহ দিলো। অন্ধগুলো মাস্টার মশাই এর চেষ্টায় হাতে ধরেই পড়াশোনার পদ্ধতি আয়ত্ত করলো। এবার সারা গ্রাম শহরে তাদের জয়জয়কার। সময়ের সাথে সাথে মাস্টার মশাই নিজেও দৃষ্টিহীন হয়ে গেলে তখন তিনি আর নিজেও আগের মতো পড়াতে সক্ষম নয়। হঠাৎ একদিন মাস্টার মশায়ের একটা পত্র এলো- তিনি যেহেতু অন্ধ হয়ে গেলেন, আগের মতো স্মৃতি শক্তি নেই, তাই মাস্টার মশাই তার অন্ধ ৩দক্ষ ছাত্রের শরণাপন্ন হলেন। তারা অনেক চেষ্টা করেও পড়তে পারেনি পত্রটি। তখন তারা শিক্ষককে বললেন- আপনার শিক্ষাদানে কোথাও ভূল ছিলো। শিক্ষক আচার্য হয়ে গেছে- যাদের শিখাইলাম তারা আমার কোন কাজে আসলোনা উল্টো ভূল বলে। আসলে পত্রটি অন্য ভাষার জন্য ছাত্ররা পড়তে পারেনি। শিক্ষকের শিক্ষায় কোন ভূল ছিলোনা।