Chattogram24

Edit Template
শনিবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৩

জামায়াত নেতা হেলালী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম নগর জামায়াত ইসলামীর সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

গোয়েন্দা পুলিশ বলেছে, গত ২৮ অগাস্ট ডবলমুরিং থানা এলাকায় মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ‘নেতৃত্বে ছিলেন’ হেলালী।

নগরীর বাদুরতলা আরাকান হাউজিং সোসাইটির বাসা থেকে সোমবার তাকে গ্রেপ্তার করা হয়।

হেলালীর বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, নাশকতাসহ নগরীর বিভিন্ন থানায় ৩৯টি মামলা রয়েছে বলে গোয়েন্দা পুলিশের ভাষ্য।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে গোয়েন্দা পুলিশ বলেছে, গত ২৮ অগাস্ট ডবলমুরিং থানা এলাকায় মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ‘নেতৃত্বে ছিলেন’ হেলালী।

চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের সাবেক এ কাউন্সিলর নগরীতে জামায়াত ইসলামীর বিভিন্ন মিছিলের নেতৃত্বে থাকেন। ২৩ অগাস্ট বন্দর এলাকায় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ মামলারও আসামি হেলালী।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো এবং দলের আমির শফিকুর রহমানসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ২৮ জুলাই আগ্রাবাদ বাদামতল এলাকা থেকে মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

চৌমুহুনী এলাকায় পৌঁছানোর পর মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়। হামলায় নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) মুকুর চাকমা আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *