Chattogram24

Edit Template
মঙ্গলবার, ১২ই ডিসেম্বর ২০২৩

দোকানের সাথে ছাগলও পুড়ে ছাই

চট্টগ্রাম২৪:

সিলেটের ওসমানীনগরে অগ্নিকান্ডে দোকান ও ছাগল পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভোরে ঘটনাটি ঘটে।এতে প্রায় এক কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।

জানা যায়- বৃহস্পতিবার ভোরে স্থানীয় ব্যবসায়ীরা আগুন দেখার পর ,উপজেলার তাজপুর ফায়ার সার্ভিসে যোগাযোগ করলে কর্মীরা সেখানে উপস্থিত হয়ে দেড় ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।এর আগে দোকান এবং ছাগল পুড়ে চাই হয়ে যায়।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান শামিম আহমদ সহ স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তারা।

তাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার সুকুমার সিংহ বলেন, ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে ।প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *