মিটন বড়ুয়া (১৭) নামে একজন ছেলে বুধবার (২৩ আগস্ট) বিকেল ২ টার দিকে দক্ষিণ মরিচ্যার পার্শ্ববর্তী এলাকা বউবাজার বাড়ি থেকে বের হয়। এর পর থেকে এই রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন খোঁজ খবর পাচ্ছেনা মিটনের পরিবার। অর্থাৎ গতকাল বুধবার থেকে নিখোঁজ হয়েছে মিটন।
মিটন বড়ুয়ার মাতা তবসী বড়ুয়া। সে মরিচ্যা বউবাজার এলাকার প্রদীপ বড়ুয়ার ভাগিনা। হারানোর সময় তার পরনে ছিল কালো টি- শার্ট, পরনে জিন্স প্যান্ট, গায়ের রং শ্যামলা, মাথার চুল কালো।
যোগাযোগের ঠিকানা-
০১৮২৫-৩৬৮১৩৮
প্রদীপ বড়ুয়া (মিটনের মামা)।