Chattogram24

Edit Template
শনিবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৩

মরিচ্যা গ্রামের বিনু বড়ুয়া পরলোকগমণ করেছেন

কনক বড়ুয়া :

উখিয়ার মরিচ্যা গ্রামের ধার্মিক উপাসক নন্দু বড়ুয়া’র সহধর্মীনী, মরিচ্যা দীপাংকুর বৌদ্ধ যুব কল্যাণ ট্রাস্টের সভাপতি দীপন বড়ুয়ার মাতা বিনু বড়ুয়া পরলোকগমণ করেছেন। (অনিচ্চবত সংখারা… তেসং বুপো সামো সুখো।)

গতকাল সোমবার (২৮ আগস্ট) মধ্যরাত দেড়টার দিকে উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা গ্রামের নিজ বাড়িতে মারা যান তিনি। তিনি বিগত ২০০৯ সাল থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। এছাড়াও মৃত্যুকালে তিনি স্বামী, ৫ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ছেড়ে গেছেন। তার স্বামী নন্দু বড়ুয়া, ছেলেরা হলো- আমেরিকা প্রবাসী লাতু বড়ুয়া, অস্ট্রেলিয়া প্রবাসী সুমন বড়ুয়া, দুবাই প্রবাসী আদর্শ বড়ুয়া, নিজ বাড়িতে বসবাসরত সুশীল বড়ুয়া, দীপন বড়ুয়া, মেয়ে ববি বড়ুয়া।

পারিবারিক সূত্রে জানা গেছে- আজ মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা ২ টার দিকে পারিবারিক পবিত্র শ্মশান প্রাঙ্গনে তার অন্ত্যেষ্টিক্রিয়া সু-সম্পন্ন করা হবে।

বিনু বড়ুয়ার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমেছে।
###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *