Chattogram24

Edit Template
শনিবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৩

রাঙামাটি কলেজে শিক্ষক সংকট, ছাত্রাবাস চালুসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন 

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি সরকারি কলেজে শিক্ষক সংকট, পরিবহন, হোস্টেল ও নানা সমস্যা নিরসনের দাবিতে মানববন্ধন করেছে দুইটি সংগঠন।

মঙ্গলবার (২২ আগস্ট) রাঙামাটি সরকারি কলেজের প্রধান ফটকের সামনে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন কলেজ শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কলেজ শাখা পিসিপির সাধারণ সম্পাদক সুনীতি বিকাশ চাকমার সঞ্চালনা ও সুমন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন- পিসিপি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক থোয়াইক্যজাই চাক, রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক টিকেল চাকমা, কলেজ শাখার সহ-সভাপতি অমরজ্যোতি চাকমা, হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক সোনারিতা চাকমা, কলেজ শাখার সহ-সভাপতি কবিতা চাকমা, শিক্ষার্থী কুর্নিকোভা চাকমা, প্রেনঙি ম্রো, উমংসিং মারমা ও বাচিং মারমা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষক সংকটের কারণে রাঙামাটি সরকারি কলেজে নিয়মিত ক্লাস হচ্ছে না। যথাযথ ক্লাস না হওয়ার কারণে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলের মান যথাযথভাবে উন্নতি হচ্ছে না। কলেজের অন্য বিভাগের বা অন্যবর্ষের শিক্ষার্থীদের যদি পরীক্ষা হয়; তাহলে ক্লাস বন্ধ হয়ে যায়। মানসম্মত ক্লাস রুমের ব্যবস্থা না থাকার কারণে ক্লাস রুমে শিক্ষা গ্রহণে মনোনিবেশ করতে পারছে না শিক্ষার্থীরা।

তারা কলেজের বিভিন্ন সংকটের ‘নাজেহাল অবস্থার’ দ্রুত নিরসনের জন্য জোর দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *