Chattogram24

Edit Template
শনিবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৩

রাঙ্গামাটির কাপ্তাইয়ে সোলার বিদ্যুৎকেন্দ্রে চুরি, চোর আটক

কাপ্তাই প্রতিনিধি:

পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র এলাকায় অবস্থিত সোলার বিদ্যুৎকেন্দ্রে চুরির ঘটনা ঘটেছে। এই সময় চুরি সম্পন্ন করার আগেই এক চোরকে আটক করেছে আনসার সদস্যরা।

আটককৃত চোর হলো- কাপ্তাই নতুন বাজার জেলে পাড়া এলাকার বাসিন্দা মো. আমির হোসেন খোকন।

শনিবার (২৬ আগস্ট) ভোর ৫টার দিকে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র থেকে চোরকে আটক করেছে বিদ্যুৎকেন্দ্রের দায়িত্বরত আনসার সদস্যরা। পরে ঘটনাস্থলে চোরের কাছ থেকে ৬ মিটার কাটা ক্যাবল এবং চোরাই কাজে ব্যবহারিত কাটার উদ্ধার করা হয়।

এই চুরির ঘটনাটি বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্র বিভাগ। তারা জানিয়েছে, আটক চোরকে থানায় হস্তান্তর করা হবে।

এ বিষয়ে উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ জানান, আমি পিডিবি কতৃপক্ষের সাথে কথা বলে ঘটনার সতত্য পেয়েছি। এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে শুনেছি।

কাপ্তাই থানার ওসি (তদন্ত) নূরে আলম জানান, এ বিষয়ে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *