Chattogram24

Edit Template
Search
Close this search box.
সোমবার, ১৩ই মে ২০২৪

উখিয়ায় বেতন কর্তনের প্রতিবাদ করা টিকাদানকর্মীকে হত্যার চেষ্টা!

Author picture
স্টাফ রিপোর্টার

বিশেষ প্রতিনিধি :

উখিয়া স্বাস্থ্য বিভাগ পরিচালিত রোহিঙ্গা শরণার্থীদের টিকাদান কর্মসূচিতে কর্মরত রাজীব বড়ুয়া নামে এক টিকাদান কর্মী (ইমুনাইজেশন ওয়ার্কার) কে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার (০৩ ডিসেম্বর) রাত ৯ টার দিকে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত রাজীব বড়ুয়া বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে অচেতন অবস্থায় চিকিৎসাধীন।

কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তার অবস্থা সংকটাপন্ন।

স্থানীয় বাসিন্দা কনক বড়ুয়া জানান, ” ৫/৬ জনের দুর্বৃত্তের একটি দল রাজিব বড়ুয়াকে মারধর করে রাস্তায় ফেলে রেখে যায়, পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি।”

হামলাকারীদের পরিচয় জানা না গেলেও পরিবারের দাবী চাকরির বেতন কর্তনের প্রতিবাদ করায় তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে।

গত ৩০ নভেম্বর, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর উখিয়া স্বাস্থ্য বিভাগের ক্যাশিয়ার রাশেল মোস্তফার বিরুদ্ধে অভিযোগ করেন রাজীব বড়ুয়া।

অভিযোগে তিনি উল্লেখ করেন, ৫ হাজার টাকা ঘুষ না দেওয়ায় তার ৪ দিনের বেতন কর্তন করা হয়েছে। কি কারণে তার বেতন কাটা হলো জানতে চাইলে রাশেল তাকে হুমকি ও ভয়ভীতি দেখান বলে অভিযোগে জানান।

ইউএনওর কাছে নিজের নিরাপত্তা চেয়ে অভিযোগ দায়েরের তিন দিন পর রাজীব বড়ুয়াকে হামলার শিকার হতে হলো।

এব্যাপারে রাশেল মোস্তফার ফোনে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।