Chattogram24

Edit Template
Search
Close this search box.
বৃহস্পতিবার, ৯ই মে ২০২৪

কক্সবাজার -৪ আসনে বেলা বাড়লেও বাড়ছে না ভোটারদের উপস্থিতি

Author picture
স্টাফ রিপোর্টার

কনক বড়ুয়া, উখিয়া প্রতিনিধি:

কক্সবাজার-৪ আসনের উখিয়া উপজেলার ৫ ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও কেন্দ্র কেন্দ্রে ভোটার উপস্থিতি কম। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ শুরু হলেও তেমন ভোটারের দেখা মেলেনি।

হলদিয়া পালং ইউনিয়নের বাসিন্দা শফিউল জানিয়েছে, গত দুইবার নির্বাচনে ভোট দিতে পারিনি। তবে এবার খুব সুন্দর পরিবেশে ভোট দিতে পেরেছি। প্রথমে ভয় পেয়েছিলাম। কিন্তু এসে দেখি সুন্দর পরিবেশ। তবে আগের মতো ভোটার নেই।

উখিয়া উপজেলার পাতাবাড়ির বাসিন্দা সোহেল বলেন, আমার ভোট থাকলেও ভোট দিতে যাইনি। তবে ভোট কেমন হচ্ছে তা দেখতে এসেছি।

কক্সবাজার-৪ আসনে নির্বাচনের মাঠে মোট ৭ জন প্রার্থী থাকলেও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী নুরুল আমিন সিকদার ভুট্টো ভোট বর্জন করেছেন।

এদিকে জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, পুরো জেলায় নির্বাচনী নিরাপত্তায় পুলিশ, আনসার, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করছেন।

কক্সবাজার-৪ আসনে মোট ৩ লাখ ২৬ হাজার ৯৭১ জন ভোটারের মধ্যে উখিয়ার ভোটার ১ লাখ ৪৯ হাজার ৩১২ জন ও টেকনাফে রয়েছে ১ লাখ ৭৭ হাজার ৬২৯ জন। যারা ১০৪টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।