Chattogram24

Edit Template
Search
Close this search box.
সোমবার, ৬ই মে ২০২৪

‘তত্ত্বাবধায়ক সরকার এলে ৫ বছরেও যাবে না’

Author picture
স্টাফ রিপোর্টার

 

বাংলাদেশ সাম্যবাদী দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, ‘আমেরিকা যাকে ধরে তাকে ছাড়েনি। ইরাকের সাদ্দাম হোসেন, লিবিয়ার গাদ্দাফি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আমেরিকা আমাদের সাহায্য করেনি। এখনই সেই মার্কিন সাম্রাজ্য বর্তমান সরকারকে উৎখাত করতে চাইছে। আমেরিকা যার বন্ধু তার শত্রুর দরকার হয় না।’

তিনি বলেন, ‘তবে আমেরিকার সে ক্ষমতা আর নেই। তারা এখন পড়ন্ত সূর্য, যা হেলিয়ে পড়েছে। দেশের কিছু কুলাঙ্গার খাল কেটে কুমির আনার জন্য চাচ্ছে। দেশে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে পাঁচ বছরেও যাবে না। আমেরিকা বাংলাদেশে ঘাঁটি করতে চাচ্ছে।’

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে চট্টগ্রামের মীরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাম্যবাদী দল মীরসরাই উপজেলা শাখা উদ্যোগে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ করে দিলীপ বড়ুয়া বলেন, ‘আপনারা আগামী পাঁচ বছরও ক্ষমতায় যেতে পারবেন না। এই মুহূর্তে জাতীয় ঐক্য দরকার। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে আসেন। জনগণ ভোট দিলে ক্ষমতায় যাবেন। অবৈধভাবে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই।’

আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে দিলীপ বড়ুয়া বলেন, ‘২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আমি রাজনীতির কারণে নির্বাচন করিনি। বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নির্বাচন করেছেন। এবার শুনছি, তিনি প্রধানমন্ত্রীকে বলেছেন নির্বাচন করবেন না। তার ছেলেকে প্রার্থী করাতে চাচ্ছেন। কিন্তু বর্তমানে মীরসরাইতে যারা প্রার্থী হতে চাচ্ছেন তাদের থেকে বয়োজ্যেষ্ঠ, প্রাজ্ঞ, অভিজ্ঞতার দিকে থেকে আমি এগিয়ে। আমারও বয়স হয়েছে। এবার না করলে এর পরেরবার আর সংসদ নির্বাচন করার মতো বয়স থাকবে না। তাই ১৪ দলীয় জোট থেকে আমি মীরসরাইতে এবার নির্বাচন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মনোনয়ন চাইবো।’

তিনি বলেন, ‘মনোনয়ন পেলে মীরসরাইবাসী আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে বলে আশাবাদী। আমি শিল্পমন্ত্রী থাকা অবস্থায় মীরসরাইতে ব্যাপক উন্নয়ন করেছি।’

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর নিয়ে দিলীপ বড়ুয়া বলেন, ‘আমি যখন শিল্পমন্ত্রী ছিলাম ২০১০ সালে মীরসরাইয়ের উপকূলে গড়ে ওঠা চরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলাম। তিনি ৩০ হাজার একর জমিতে অর্থনৈতিক অঞ্চল করার জন্য উদ্যোগ নেন। এখন সেখানে বিভিন্ন শিল্প কারখানা হলেও মীরসরাইয়ের লোকের কর্মসংস্থান হচ্ছে না বলে শুনছি। অথচ এ বিষয়ে কোনও জনপ্রতিনিধি মুখ খুলছে না। আমি এমপি নির্বাচিত হলে অর্থনৈতিক অঞ্চলে কর্মসংস্থানের ক্ষেত্রে কোটা বরাদ্দ রাখবো। যাতে মীরসরাইবাসীর কর্মসংস্থান হয়। আমি শিল্পমন্ত্রী থাকার সময় একটি প্লটও নিই নাই, কোনও জমি দখল করে তা আবার বিক্রিও করিনি। অনেকেই এসব করেছে।’

দলের মীরসরাই উপজেলা শাখার আহ্বায়ক সালেহ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুলতান আহমেদ, সাইমুম হক, রনজিত বড়ুয়া, বিজয় বড়ুয়া, দীর্ঘতম বড়ুয়া, মুক্তার আহমেদ, নুরুল আলম, নাজিম উদ্দিনসহ নেতাকর্মীরা।