Chattogram24

Edit Template
Search
Close this search box.
মঙ্গলবার, ১৪ই মে ২০২৪

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান, সন্দেহ ভাজন আটক ৩

Author picture
স্টাফ রিপোর্টার

বিশেষ প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে সন্দেহ ভাজন ৩ রোহিঙ্গাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টিম।

গত বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর রাত পর্যন্ত ১৪ এপিবিএনের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-৩ ইস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটককৃতরা হলেন- উখিয়ার ৪ নং রোহিঙ্গা ক্যাম্পের নুরুল ইসলামের ছেলে মো: রশিদুল্লাহ(২৩), ৫ নং রোহিঙ্গা ক্যাম্পের মোঃ আমিনের ছেলে মো রহিমুল্লাহ (২০) ও ৬ নং রোহিঙ্গা ক্যাম্পের আমানুল্লাহর ছেলে আবু তৈয়ব (২১)।

আটকের পর বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ১৪ এপিবিএন আর্মড পুলিশ ব্যাটালিয়ন সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ সাইফুজ্জামান জানিয়েছে- ৮ এপিবিএনের ৩০জন, ১৪ এপিবিএনের ১০০জন, ১৬ এপিবিএনের ২০জন, র‍্যাব-১৫ এর ২০ জন, বিজিবির ৪০জন, জেলা পুলিশের ২০জন, আনসারের ৩০জন অফিসার-ফোর্স এ অভিযানে অংশ নেয়।

এছাড়াও অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত ডিআইজি (এফডিএমএন) এস এম ফজলুর রহমান। তার সাথে অংশগ্রহণ করেন ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ ইকবাল, সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ সাইফুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তাগণ।